প্রকাশিত: Mon, Mar 25, 2024 12:40 PM
আপডেট: Tue, Apr 29, 2025 2:56 AM

[১]নতুন নির্বাচনের দাবি [২]বাংলাদেশ একটা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট পড়েছে: মির্জা ফখরুল

রিয়াদ হাসান: [৩] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশে একটা ফ্যাসিস্ট রেজিমের শাসন চলছে। তারা ৭ জানুয়ারি একটি নির্বাচন করেছে যেটা কোনো নির্বাচন হয়নি।

[৪] নির্বাচনকে সামনে রেখে দলের স্থায়ী কমিটির সদস্যসহ হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার ও মিথ্যা মামলা দায়েরের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠায় এই ফ্যাসিস্ট রেজিম সরকারের পদত্য্যাগ এবং নতুন নির্বাচনের জন্য সংগ্রাম করছে।

[৫] রোববার গুলশানের একটি হোটেলে কূটনৈতিকদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। 

[৬] এই ইফতার অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফাভ, জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোসটার, অস্ট্রিলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসনসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রিলিয়ার রাষ্ট্রদূত, চীন, ভারত, পাকিস্তান, নরওয়ে, সুইডেন, নেপালসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

[৭] জাতিসংঘের বিভিন্ন সংস্থা, ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরাও ছিলেন এই অনুষ্ঠানে। ইফতার ও মাগরিবের নামাজ শেষে কূটনীতিকরা নৈশভোজেও অংশ নেন।   

[৮] বিএনপি মহাসচিব ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনি গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

[৯] ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের শীর্ষ নেতারা এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: ইকবাল খান